কোটবাড়ীর জঙ্গি আস্তানায় পাঁচ কেজি ওজনের বোমা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৬:৫৮ | প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৭, ১৬:৫২

কুমিল্লার কোটবাড়ীর জঙ্গি আস্তানায় গ্রেনেডের পাশাপাশি দুটি পাঁচ কেজি ওজনের বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন গণমাধ্যমকে জানান, আস্তানাটিতে কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে শনিবার দুপুরে ছয়টি গ্রেনেড, দুটি সুইসাইড ভেস্ট, দুটি পাঁচ কেজি ওজনের বোমা পাওয়া গেছে। সব নিষ্ক্রিয় করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, কুমিল্লায় জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে আজ বিকাল সাড়ে পাঁচটায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, শেষ বোমাটি নিষ্ক্রিয় করার সময় ওই বাসার কক্ষে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।

আবিদ হোসেন জানান, কাউন্টার টেররিজম ইউনিট ওই বাড়ি ক্রাইম সিনকে বুঝিয়ে দেবে। ক্রাইম সিন পরে তা জেলা পুলিশের কাছে হস্তান্তর করবে।

গত বুধবার বিকেল পাঁচটা থেকে দক্ষিণ বাগমারাসংলগ্ন গন্ধমতী বড় কবরস্থানের পশ্চিম পাশে দেলোয়ার হোসেনের নির্মাণাধীন তিনতলা বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার দিনভর বাড়ি ঘিরে ‘অপারেশন স্ট্রাইক আউট’ নামের অভিযান চালায় পুলিশ। তবে বাড়িটিতে কাউকে পাওয়া যায়নি। পুলিশের দাবি, ওই আস্তানায় দুজন জঙ্গি ছিলেন। বাড়ি ঘেরাও করার আগেই তাঁরা পালিয়ে গেছেন।

(ঢাকাটাইমস/১এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :