দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে দুলাল হোসেন নামের এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দৌলতখালী বায়তুন নুর আলিম মাদ্রাসা এলাকার জাহান আলীর ছেলে।
শনিবার সকাল ১০টায় উপজেলার দৌলতখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দৌলতখালী মাদ্রাসার পেছনের দিকে দুলালের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃতের পরিবার জানায়, শুক্রবার দুলালের চায়ের দোকানে হালখাতা ছিল। হালখাতা শেষে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর ফিরে আসেনি। শনিবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে তার মরদেহ পড়ে ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর ঢাকাটাইমসকে জানান, নিহতের মুখ দিয়ে লালা পড়ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে সে বিষ পান করে থাকতে পারে। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
(ঢাকাটাইমস/১এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন