দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৭, ১৭:৫৯
অ- অ+
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে দুলাল হোসেন নামের এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দৌলতখালী বায়তুন নুর আলিম মাদ্রাসা এলাকার জাহান আলীর ছেলে।

শনিবার সকাল ১০টায় উপজেলার দৌলতখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দৌলতখালী মাদ্রাসার পেছনের দিকে দুলালের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতের পরিবার জানায়, শুক্রবার দুলালের চায়ের দোকানে হালখাতা ছিল। হালখাতা শেষে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর ফিরে আসেনি। শনিবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে তার মরদেহ পড়ে ছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর ঢাকাটাইমসকে জানান, নিহতের মুখ দিয়ে লালা পড়ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে সে বিষ পান করে থাকতে পারে। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’ নির্বাচিত ট্রাম্প
গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩
বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডার নিন্দা ও জাতীয় ঐক্যের আহ্বান ৫৩ বিশিষ্ট নাগরিকের
ওজন-ডায়াবেটিস থেকে ক্যানসার, জিরাপানি জব্দ রাখে আরও বহু রোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা