অণ্ডকোষে লাথি, সিএনজি চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৭, ২০:২৮
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক সিএনজি চালকের লাথির আঘাতে আরেক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম আল-আমিন।

শনিবার সকাল দশটায় সাদিপুর ইউনিয়নের তালতলা সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

নিহত আল আমিন উপজেলার সাদিপুর ইউনিয়নের তালতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় উত্তর-পশ্চিমপাড়া মজহমপুর এলাকার আলী হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম জানান, আল-আমিন ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে সাগর (২৫) এর সাথে সিএনজি আগে-পরে সিরিয়াল নিয়ে তর্কবির্তক হয়। এর জের ধরে ঘাতক সাগর আল-আমিনকে মারধরের এক পর্যায়ে আল-আমিনের অ-কোষে লাথি দেয়।

লাথির আঘাতে আলআমিন মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করছে। এ ঘটনায় পুলিশ ঘাতক সাগরের পিতা সাইদুর রহমান ও ছোট ভাই রাজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১১৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে চীনের কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
হোয়াইট হাউজে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবি
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা