৩৫তম বিসিএসের গেজেট জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৮:৪০ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৭, ১৭:৫৫

৩৫তম বিসিএস নিয়োগে গেজেট জারি হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার উপসচিব মো. মফিদুর রহমান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৩৫তম বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর মোট পাঁচ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। এদের মধ্য থেকে দুই হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে পিএসসি।

কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডারে কৃতকার্য প্রার্থী না পাওয়ায় ৩১৭টি পদে নিয়োগের জন্য সুপারিশ করা যায়নি ৩৫ বিসিএসে। ১৪ জনের ফল স্থগিত রাখা হয়েছে আবেদনে নানা অসঙ্গতির জন্য। এ ছাড়া আদালতে মামলা থাকার কারণে বিসিএস (বন) পরীক্ষার ফল স্থগিত রাখা হয়েছে পিএসসির পক্ষ থেকে।

পিএসসির সুপারিশকৃতদের মধ্য থেকে প্রশাসনে ২৯৬ জন, পুলিশে ১১৯ জন, আনসার চারজন, নিরীক্ষা ও হিসাবে চারজন, সমবায়ে চারজন, ইকোনমিকে ৩৮ জন, পরিবার পরিকল্পনায় ১০ জন, খাদ্যে দুইজন, তথ্যে ১১ জন, ডাক বিভাগে ১০ জন কর্মকর্তা নিয়োগ পেতে যাচ্ছেন। এ ছাড়া বিসিএস (সাধারণ শিক্ষা) ৮৬২ জন এবং প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৭৭৮ জন কর্মকর্তা নিয়োগ পাবেন।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২০১৫ সালের ৬ মার্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদনকারী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। এরপর পর্যায় ক্রমিক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের চূড়ান্ত করা হয়েছে।

গেজেট দেখতে ক্লিক করুন

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির ছয় এডিসি-এসিকে বদলি

জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন

চাকরি হারালেন এসপি শাহেদ ফেরদৌস, করেছিলেন যে অপরাধ

নির্দিষ্ট সময়ে উদীচীর অনুষ্ঠান শেষ না করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত: ডিএমপি

পিআইবির পরিচালক হলেন কে এম শাখাওয়াত মুন

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

জীবন বীমায় নতুন এমডি, পরিচয় নিবন্ধনে নতুন ডিজি ও মহিলা সংস্থায় ইডি নিয়োগ

ঈদে মোটরসাইকেল নিয়ে ছুটিতে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :