টাঙ্গাইলে এইচএসসিতে প্রক্সি দেয়ায় যুবকের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৭, ১৯:৩৬

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে প্রক্সি দেয়ার অভিযোগে ফরিদ হোসেন সুজন নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার জেলার নাগরপুর উপজেলার নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কান্তি চক্রবর্তী এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত সুজন নাগপুর উপজেলার কলিয়া গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ ইলাহী ঢাকাটাইমসকে জানান, নাগরপুর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. ফরিদ হোসেনের পরীক্ষা দিতে যায় একই উপজেলার সুজন নামে এক যুবক। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষারত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেয়া হয়।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :