পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফছর উদ্দিন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পৌর সদরের পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক।
গত বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন তিনি।
পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এসময় স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আফছর উদ্দিন আহম্মদ মানিক জানান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার লাভ করায় তিনি আনন্দিত। এ পুরস্কার তাকে আগামীতে ভালো কিছু করার অনুপ্রেরণা দেবে।
(ঢাকাটাইমস/২এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন