লন্ডনে বাংলাদেশি কিশোর নিখোঁজ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৭, ২৩:০১

যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এলাকা থেকে শাহরিয়ার মো. আল মুজাহিদ (১৫) নামে বাংলাদেশি এক কিশোর নিখোঁজ হয়েছে।

মুজাহিদ পূর্ব লন্ডনের বেকটোনের ফরেস্ট গেটের কিং ফোরথ কমিউনিটি স্কুল থেকে এ বছর জিসিসি পরীক্ষা দিচ্ছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুজাহিদ গত বৃহস্পতিবার সকালে স্কুল শেষ করে কোচিংয়ে যায় তারপর আর বাসায় ফেরেনি। ওইদিন রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোজাঁখুজি করেও তার সন্ধান মেলেনি। রাত ৯টায় পুলিশ তার পরিবারকে জানায় ওয়েস্ট মিনিস্টার ব্রিজের ওপর মুজাহিদের স্কুলব্যাগ পাওয়া গেছে। পরে এক পথচারী পুলিশকে জানান, একটি ছেলে সন্ধ্যা ৭টার দিকে টেমস নদীতে লাফ দিয়েছে।

মুজাহিদের বাবা জানান, তার দুই ছেলের মধ্যে মুজাহিদ বড়। তবে সে এমন করতে পারে এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না।

মুজাহিদের এক প্রতিবেশী জানান, সে খুবই ভালো ও সদালাপী ছিল। সে এমন করতে পারে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

এদিকে মুজাহিদের মা বাবার প্রত্যাশা তাদের ছেলে এখনো জীবিত আছে। তাদের বুকে ফিরে আসবে মুজাহিদ।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :