মিলানে বাংলাদেশসহ ৬৫ দেশের ‘ট্রাভেল এক্সিবিশন’

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৭, ১০:২২

ইতালির মিলানে বাংলাদেশসহ বিশ্বের ৬৫টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ট্রাভেল এক্সিবিশন মেলা।

রবিবার মিলানের র'ফোয়ারায় দুই দিনব্যাপী ‘বিট’ নামের এ মেলা শুরু হয়।আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

রবিবার মেলায় বাংলাদেশের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার, মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল রেজিনা আহমেদসহ বাংলাদেশ থেকে আগত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির নেতৃবৃন্দ।

দুই দিনব্যাপী এই মেলায় আগত বিদেশিদের বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করতে বিভিন্ন লিফলেট, মানচিত্র ও দেশের উল্লেখযোগ্য কিছু স্থানের বুকলেট বিতরণ করা হয়। সেই সাথে বাংলাদেশের দেশীয় সংস্কৃতি বিদেশিদের মধ্যে উপস্থাপন করা হয় দেশীয় পোশাকে।

পর‌্যটনমন্ত্রী শ্রীলংকাসহ বেশ কয়েকটা স্টল ঘুড়ে দেখেন এবং তাদের বাংলাদেশ ভিজিট করার আমন্ত্রণ জানান। স্থানীয় সময় দুপুর দুইটায় ইতালি এবং বাংলাদেশের সংবাদকর্মীদের সাথে মন্ত্রী প্রেস কনফারেন্স মিলিত হন। কনফারেন্সে রাশেদ খান মেনন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উপর বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে ইতালিয়ান সাংবাদিকরা কয়েকটি প্রশ্ন করেন এবং মন্ত্রী সেই প্রশ্নের উত্তর দেন।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/ব্যুরো প্রধান/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :