জাতীয় বেতন কাঠামোর সুবিধার দাবিতে হলি ফ্যামিলিতে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৭, ১৪:১২

অষ্টম জাতীয় বেতন কাঠামোর সুযোগ-সুবিধা পাচ্ছেন না হলি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এই সুবিধা আদায়ের জন্য আন্দোলন করছে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ দ্বিতীয় দফা তারা মাঠে নামেন। অষ্টম জাতীয় বেতন কাঠামোর সুবিধার দাবিতে রাজধানী ঢাকার ইস্কাটন গার্ডেনে মিছিল করেন। এখানকার কর্মীরা জানায়, পুরো দেশে এই প্রতিষ্ঠানের ৬৪ উইনিটের প্রায় আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী এই আন্দোলনে যুক্ত।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী সমিতির সভাপতি মোল্লা মতিয়ুর রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘২০১৫ সালে প্রধানমন্ত্রী ঘোষিত অষ্টম পে স্কেল আমাদেরকে দেওয়া হচ্ছে না। নানা অজুহাতে প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ গত দুই বছর ধরে আমাদের সঙ্গে টালবাহানা করছে। সরকার যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, তখন এই হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারিদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে।’

আন্দোলনের আহবায়ক জিয়াউল হক ঢাকাটাইমসকে বলেন, ‘এই প্রতিষ্ঠানটিকে একটি রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে, তারা আমাদেরকে আমাদের ন্যাায্য দাবি থেকে বঞ্চিত করছেন। অথচ এই প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা লোপাট করে নেয়া হচ্ছে।’

জিয়াউল হক আরও বলেন, ‘আমরা যারা এই আন্দোলনের সঙ্গে আছি তাদেরকে কর্তৃপক্ষ বিভিন্নভাবে হয়রানির করছে। কর্মীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় ১১ জন কর্মচারীকে এখান থেকে অন্যায়ভাবে সরিয়ে অন্যত্র বদলি করেছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধেও আন্দোলন করছি। দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা মাঠ থেকে সরবো না।’

তবে মানবিক দিক বিবেচনা করে রোগীদের সেবায় আন্দোলনের পাশাপাশি দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি জানালেন।

ঢাকাটাইমস/০৩এপ্রিল/এসআর/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :