তিন মেয়রের বরখাস্তের বিষয়টি মন্ত্রণালয়ের ব্যাপার: কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৭, ১৬:০১

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়রকে বরখাস্তের সিদ্ধান্তটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এর সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্রতা নেই। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি জানেন না বলেও দাবি করেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর ডেমরায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মাতুয়াইল নিউটাউন কোনাপাড়া এলাকায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে প্রায় আট কিলোমিটার আর.সি.সি সড়ক উদ্বোধন করেন। এ সময় ডেমরা আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. হাবিবুর রহমান মোল্লাসহ ঢাকা সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আইনি লড়াইয়ে পদ ফিরে পাওয়ার পর রবিবার বিএনপিপন্থী তিন মেয়রকে আবার বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিন মেয়রের বিরুদ্ধেই মামলা বিচারাধীন থাকায় এই তিন মেয়রকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

পরে মন্ত্রী সামসুল হক স্কুল অ্যান্ড কলেজে যান। সেখানে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেন।

নতুন সড়ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্ষাকালে তোমাদের আসা-যাওয়ায় অনেক কষ্ট হতো। আমি নিজে দেখেছি রাস্তার উপর হাঁটু পানি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম রাস্তা ঠিক করে দেবো। আমি তোমাদের দেয়া প্রতিশ্রুতি রেখেছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরা সবাই এখন ভালোভাবে যাতায়াত করতে পারবে। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেন।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

এই বিভাগের সব খবর

শিরোনাম :