কিশোরগঞ্জে মেয়রদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের মতবিনিময়
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে কিশোরগঞ্জ জেলার মেয়রদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (মাইই উইং) এ এস এম মাহবুব আলম।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তরফদার মো. আক্তার জামিল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (মাইই উইং) এ এস এম মাহবুব আলম।
বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান র্নিবাহী কর্মর্কতা শিবরি বিচিত্রা বরুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুল ইসলাম পাটোয়ারী।
মতবিনিময় সভায় জেলার আটটি পৌরসভার মেয়র উপস্থিত ছিলেন। পৌরসভার উন্নয়ন কাজ সম্পর্কে মেয়ররা প্রধান অতিথিকে অবহিত করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। এ সময় মহাপরিচালক মেয়রদের আশ্বস্ত করে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/০৩এপ্রিল/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন