ঝালকাঠিতে ‘বিয়ে করতে না পারায়’ আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৭, ১৮:৪৩| আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৯:০২
অ- অ+
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ খান নামের এক যুবক আত্মহত্যা করেছেন। পরিবার বিয়েতে মত না দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রিয়াজ খান উপজেলার নাচনমহল ইউনিয়নের হারদল গ্রামের রুস্তুম খানের ছেলে।

এ ঘটনায় নলছিটি থানায় সোমবার একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৩) দায়ের করা হয়েছে।

রিয়াজের স্বজনরা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ আত্মহত্যা করেন। সজনরা তার লাশ ঝুলতে দেখে রাত ১১টার দিকে পরে তার নিথর দেহ ফাঁস থেকে নামিয়ে রাখে।

প্রতিবেশীরা জানান, কিছুদিন ধরে একই এলাকার একটি মেয়েকে বিয়ে করবে বলে তার পরিবারের একাধিক সদস্যকে জানান রিয়াজ। কিন্তু এখনই বিয়ে দিতে তার পরিবার রাজি না হওয়ায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে নলছিটি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা