রূপগঞ্জে মঞ্চ নাটক ‘সুখের স্বপ্ন’র মহরত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযুদ্ধ, মাদক, যৌতুক, যক্ষ্মা, বাল্যবিয়ে, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন বিষয়ভিত্তিক মঞ্চ নাটক ‘সুখের স্বপ্ন’ মহরতের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা মিলনায়তনে মহরত উদ্বোধন করেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট, গবেষক লায়ন মীর আব্দুল আলীম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, ঠিকাদার জাকির হোসেন, দৈনিক সংবাদের সিনিয়র সাব-এডিটর আলম হোসেন, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন, এ হাই মিলন, খলিল সিকদার, জিএম সহিদ, এসএম শাহাদাত, জিয়াউর রাশেদ, নাজমুল হুদা, আরিফ হাসান আরব প্রমুখ।
লায়ন মীর আব্দুল আলীম বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘ কয়েক বছর ধরেই মানুষকে সচেতন করতে বিভিন্ন সামাজিক মঞ্চ নাটক করে আসছে। নাটকের পাশাপাশি নদী বাঁচাও আন্দোলন, বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচি করে থাকে। পয়লা বৈশাখ উপলক্ষ্যে আগামী ১৮ এপ্রিল সন্ধ্যায় রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মঞ্চ নাটক ‘সুখের স্বপ্ন’ মঞ্চায়িত হবে। নাটকটি উপভোগ করার জন্য সবাইকে অগ্রিম জানানো হলো।
(ঢাকাটাইমস/০৩এপ্রিল/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন