সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ১১:৩৮
ফাইল ছবি

পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখছিলেন বাবা মারুফ হাওলাদার। এক পর্যায়ে বাবার হাত ফসকে পাশের সড়কে উঠে পড়ে ছোট্ট শিশুটি। পেছন থেকে একটি ট্রাক আসতে দেখে সন্তানকে বাঁচাতে লাফ দেন মারুফ। এতে সন্তান বেঁচে গেলেও নিজেকে রক্ষা করতে পারেননি বাবা। নয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাত একটার দিকে না ফেরার দেশে চলে যান তিনি।

ঘটনাটি ঘটেছে গত ২৬ মার্চ মাদারীপুরের কালকিনি উপজেলায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২৬ মার্চ কালকিনি কলেজ মাঠে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে শিশু কন্যা মানহাকে নিয়ে যান পাঙ্গাশিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছোট ছেলে মারুফ। মেয়েকে নিয়ে উপজেলা সদরের প্রধান সড়কে পাশে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে হাত ফসকে শিশুটি রাস্তায় দৌড় দেয়। ওই সময় পেছন থেকে একটি ট্রাক আসতে দেখে সন্তানকে সড়ক থেকে সরাতে লাফ দেন মারুফ। এতে সন্তান বেঁচে গেলেও ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটকের পর একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/৪মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :