বড়হাটে নিহত জঙ্গির লাশ শনাক্ত করলেন মা

মো. মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার প্রতিনিধি
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ১৪:৫৬

মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানায় নিহত তিনজনের একজনকে নিজের ছেলে দাবি করে লাশ শনাক্ত করেছেন মা মনোয়ারা বেগম। তবে ছেলেকে জাতির শত্রু আখ্যা দিয়ে মা বলেছেন, তিনি ছেলের লাশ নিতে রাজি নন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তবে নিহত অন্য দুই জঙ্গির লাশ শনাক্ত করা যায়নি।

যার লাশ শনাক্ত করা হয়েছে, তার নাম আশরাফুল আলম নাজিম। তার মা মনোয়ারা বেগমের সঙ্গে আরো এষেছেন তাদের ইউপির সদস্য মোতাহার হোসেন ও তার স্ত্রী পান্না বেগম। তাদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি গ্রামে।

লাশ শানাক্তের পর মনোয়ারা বেগম বলেন, ‘সে (আশরাফুল) দেশের শত্রু, জাতির শত্রু। এ শত্রুর লাশ নেবার ইচ্ছা আমাদের নেই। আমি ঘৃণা করি। আর এ লাশ নেয়া আমার জন্য লজ্জার হবে।’

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মনোয়ারা বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তার স্ত্রীকে নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে গিয়ে তিনটি লাশ দেখেন। তাদের মধ্যে একজন আশরাফুল আলম নাজিম তার ছেলে বলে শনাক্ত করেন তিনি। বাকিদের তারা শনাক্ত করতে পারেননি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রওশনুজ্জামান সিদ্দিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :