টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৩

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ১৫:২০

ঘূর্ণিঝরের কবলে পড়ে সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজরা হলেন সুনামগঞ্জের তাহিরপুরের রতনপুর গ্রামের হযরত আলী (৪০), বীরেন্দ্র নগর গ্রামের ফজল মিয়া (৩৪), লাকমা গ্রামের জাকির মিয়া (৩০)।

তাহিরপুর থানা পুলিশ ও বীরেন্দ্র নগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেক মোশারফ জানান, উপজেলার দক্ষিনশ্রীর ইউনিয়নে রামসিংহপুর গ্রামে অষ্টমী স্নানে অস্থায়ী দোকান করার জন্য সোমবার সন্ধ্যায় নৌকায় করে টাঙ্গুয়া হাওর পাড়ি দেন বীরেন্দ্র নগর গ্রামের দোকানি ফজল মিয়া। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। স্বজনরা এখনো খোঁজাখুঁজি করছেন।

তাহিরপুর থানার এস আই তপন কুমার দাস জানান, তিনি এখন ঘটনাস্থলে আছেন। নিখোঁজদের এখনো সন্ধান পাননি। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্দি ধরও জানান একই তথ্য।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :