মির্জাপুরে জনবান্ধব সেবায় প্রশাসনিক কর্মকর্তারা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ১৫:৪৪

‘সবাই মিলে তৃণমূলে, জনবান্ধব সেবায় আমরা’ এই স্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের সব দাপ্তরিক কর্মকর্তার সাথে সাধারণ জনগণের জবাবদিহিতামূলক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নে মির্জাপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, বানাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুখ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোসাম্মৎ আমিনা পারভীন, উপজেলা ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার খন্দকার গোলাম কবির প্রমুখ।

জনসাধারণের মাঝে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের পরিচিতি ও তাদের কর্মকাণ্ড তুলে ধরতেই এই রকম ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় তৃণমূলে জনপ্রশাসনের কর্মকর্তাদের পেয়ে তাদের কাছে বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করে বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ গ্রহণ করেন তারা। ইউএনও ইসরাত সাদমীনের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী তৃণমূল পর্যায়ের জনগণ।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন জানান, ‘সবাই মিলে তৃণমূলে, জনবান্ধব সেবায় আমরা’ এই স্লোগান সামনে রেখে জনগণের দূরগোড়ায় প্রশাসনের দাপ্তরিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে করে ইউনিয়ন পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলের জনগণ যারা হয়তো অনেক দূর থেকে উপজেলা সদরে আসতে পারেন না কিংবা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের চিনেন না বা তাদের সামনে তুলে ধরতেই আমরা সবাই মিলে এমন কর্মসূচি পালন করেছি।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :