চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকের মেয়াদ দুই বছর বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ১৯:২২

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। তার অবসর-উত্তর ছুটি বাতিল করে একই পদে তাকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আফসারী খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে কর্মরত চক্ষু বিভাগের অধ্যাপক ডা. গোলাম মোস্তফাকে তার অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে ৩০ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে হাসপাতালটির একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, ‘এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

পৃথক আরেক আদেশে অবসর-উত্তর ছুটি ভোগরত বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের কর্মকর্তা সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কারিগরি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এমএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :