উড়ে গেছে বিদ্যালয়ের চাল, খোলা আকাশের নিচে চলছে ক্লাস

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৭, ২১:০৪ | আপডেট: ০৪ এপ্রিল ২০১৭, ২১:০৫

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সোমবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। উড়ে গেছে টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয়ের টিন সেট ভবনের চাল, তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওসমান গনী  জানান, সোমবার সন্ধ্যার ঝড়ে বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যালয়টির প্রায় একশ ত্রিশ ফুট দীর্ঘ একটি টিন সেট ভবনের চালও উড়ে গেছে। ওই ভবনটিতে ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির ক্লাস হতো। সামনে অর্ধ-বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আপাতত খোলা আকাশের নিচে ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার সরজমিনে বিদ্যালয়টি ঘুরে দেখা গেলো, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। মাঝে হঠাৎ বৃষ্টি নামলে বন্ধ করে দিতে হয় ক্লাসের কার্যক্রম। এ অবস্থায় বিদ্যালয়টির দ্রুত সংস্কার ও বিকল্প কোন ভবনে ক্লাস পরিচালনা করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)