মিলানে প্রবাসীদের সঙ্গে রাশেদ খান মেননের মতবিনিময়

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ২৩:০৬

ইতালির মিলানে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করলেন সরকারি সফরে আসা বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

সোমবার সন্ধ্যায় মিলান কনস্যুলেট অফিস হলরুমে মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল রেজিনা আহমেদ প্রথমেই মন্ত্রীকে প্রবাসীদের সাথে পরিচয় করিয়ে দেন এবং স্বাগত বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় প্রবাসীরা সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের নানান সমস্যা মন্ত্রীর নিকট উপস্থাপন করেন।

রাশেদ খান মেনন তার বক্তব্যে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ও বাংলাদেশকে ২১ সালের মধ্যে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জঙ্গিবাদমুক্ত দেশ হিসেবে পরিণত করতে প্রবাসীদের সহযোগিতা চান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম বা প্রদক্ষেপ কখনোই নেবেন না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, মিলান কনস্যুলেটের কনসাল রফিকুল করিম, ভাইস-কনসাল নাফিসা মনসুরসহ মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ,যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :