ফেইসবুক ব্যবহারে বাধা: স্কুলছাত্রের আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ২৩:১১
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ব্যবহার করতে বাধা দেয়ায় অভিমান করে ইয়াছিন হোসেন নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার উত্তর কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইয়াছিন কেরোয়া সিরাজিয়ার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, লেখাপড়া ফাঁকি দিয়ে ফেইসবুক ব্যবহার করায় সোমবার রাতে ইয়াছিনের বাবা মন্নান তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে মঙ্গলবার সকালে সে নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রায়পুর থানার উপপরিদর্শক শরীফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ আত্মহত্যার ব্যাপারে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশটি দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :