সন্দ্বীপে নৌকাডুবি: আরও তিন লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ১৩:১৬

চট্টগ্রামের সন্দ্বীপে গত রবিবারের নৌকাডুবির ঘটনায় আরও তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু আছেন। এ নিয়ে নৌকাডুবির ওই ঘটনায় মোট ১৭ জনের মরদেহ উদ্ধার করা হলো।

বুধবার সকালে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এখনো ছয়জনের মতো নিখোঁজ আছেন বলে জানা গেছে।

তারা হলেন- আনোয়ার হোসেন শিপন (৪০), সাইদ (৯) ও নেহা (৭)।

সন্দ্বীপ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম জানান, ‘আজ ভোরে গুপ্তাছড়া ঘাটের আশপাশের এলাকায় দুই শিশুসহ তিনজনের লাশ ভেসে ওঠে।

গত রবিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে সি-ট্রাক থেকে যাত্রী নামিয়ে দেড়শ গজ দূরে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় ৩০ জনকে উদ্ধার করা হয়। সি-ট্রাকে করে কয়েকশ যাত্রী চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাচ্ছিল। সি-ট্রাক ঘাটে ভিড়তে না পারায় দেড়শ গজ দূরে নোঙর করে নৌকার মাধ্যমে যাত্রীদের পারাপার করা হয়।

পরে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর তল্লাশিতে গতকাল পর্যন্ত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।আর সকাল থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। বাকি নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

ঢাকাটাইমস/৫এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা