সরকারের সহযোগিতা পাব:বুলবুল

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৫:৫৮ | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ১৫:১০

দায়িত্ব নিয়ে দুই দফা ক্ষমতা হারিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে দুই দফা সাময়িকভাবে বরখাস্ত করেছে। অনেক কাঠখড় পুড়িয়ে বুধবার তৃতীয় বারের মতো মেয়রের চেয়ারে বসেছেন এই বিএনপি নেতা।

বুধবার নিজ দপ্তরে বসেই মেয়র বুলবুল কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

সরকারের কাছে কী ধরনের সহযোগিতা আশা করেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বুলবুল বলেন,‘আমি নির্বাচিত হয়ে ১৬ মাস দায়িত্ব পালন করেছি। তখন সরকারের সহযোগিতা পেয়েছি। তাই অবশ্যই আগামীতেও সহযোগিতা পাব।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস,আগামি ১৫ মাসেও আগের মতোই সরকারের সহযোগিতা আমি পাব। এই কারণেই পাব, স্থানীয় সরকারকে কেউ অবমূল্যায়ন করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে না। তাই বিশ্বাস করি,আমার কর্ম,সততা এবং নিষ্ঠার মধ্যদিয়ে আমরা কাজ করতে পারব।’

বুলবুলের বরখাস্তকালীন সময় দায়িত্বপ্রাপ্ত মেয়র হিসেবে রাজশাহী নগরীতে গৃহকর বৃদ্ধি করেন নিযাম-উল-আযীম।এ ইস্যুতে সিটি করপোরেশনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে নগরীর বেশকিছু সংগঠন। অথচ নির্বাচনী ইশতেহারে গৃহকর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমার কিছু প্রতিষ্ঠান আছে, যারা এ ইস্যুতে আন্দোলন-সংগ্রাম করছিল। তাদের সঙ্গে পরিষদ নিয়ে আমি একটু বসবো। তারপরে আমি এ ব্যাপারে সঠিক একটা সিদ্ধান্ত দেব। আজকেই যেহেতু বসেছি, আমি অফিস সম্পর্কে জানি না। সবকিছু জেনে সিদ্ধান্ত জানানো হবে ।’

মেয়র বলেন, ‘গত দুই বছরে নিয়ম ভেঙে সিটি করপোরেশনকে একটা অচলাবস্থায় রূপ দেয়া হয়েছে। এই অচালাবস্থা আমরা আগামি ১৫ মাসে কাটাতে চেষ্টা করবো। যদি চার গুণ পরিশ্রম করতে হয়,আমরা করবো। চেষ্টা করবো, জনগনের আশা আমরা অর্ধেক হলেও যেন পূরণ করতে পারি। এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

তিনি বলেন, সিটি করপোরেশনের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা আমার চ্যালেঞ্জ। যে সম্পর্ক নষ্ট হয়েছে,যে সম্পর্ক ঘুণে ধরেছে সে সম্পর্ককে তৈরি করা আমার টার্গেট। যে স্বেরাচারী মনোভাব দূর করে গণতান্ত্রিক পরিবেশ যেন আমরা সৃষ্টি করতে পারি সে জন্য কাজ করবো। এছাড়াও স্বাস্থ্যখাত, সেবাখাত কোথাও যদি কোনো দূর্নীতি থাকে তা দূর করতে কাজ করবো।’

করপোরশের আরও ব্যপ্তি ঘটানো এবং আগামী প্রজন্মকে নিয়ে তার বিশাল কর্মকাণ্ডের স্বপ্ন রয়েছে। নিজের মেয়াদের শেষ প্রান্তে চেয়ারে বসে তা আবার বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তিনি।

বলেন, ‘মানুষের কাছে কথা দিয়েছিলাম, স্বপ্নের নগরী হবে। আমি একটি শ্লোগানও দিয়েছিলাম। সে শ্লোগান- ক্লিন সিটি, গ্রিন সিটি, এডুকেশন সিটি এবং হেলদি সিটি। আজকে যে কারণেই হোক, দেশের বিরাজমান রাজনৈতিক, সামাজিক,আন্তর্জাতিক অঙ্গণে যে রাজনৈতিক অবস্থান সে অবস্থানের কারণে আমরা আমাদের গণতন্ত্রকে বিপর্যস্ত অবস্থায় দেখেছি। সে অবস্থা থেকে বেরিয়ে উন্নয়নের মূলমন্ত্র নিয়ে পথ চলতে চাই।’

তিনি বলেন, ‘যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সিটি করপোরেশনে আবার আসতে পেরেছি তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি উন্নয়ন করতে চাই, সেবা করতে চাই। আমি আগেও বলেছি, আমি সেবক। আমি মেয়র নই।’

প্রসঙ্গত, নির্বাচিত হয়ে দায়িত্ব থাকাকালে ২০১৫ সালে ৭ মে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ উচ্চ আদালত তার বরখাস্ত আদেশ অবৈধ ঘোষণা করেন।

এরপর গত ২৮ মার্চ মন্ত্রণালয়ের এক চিঠিতে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে রাসিকের ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। পরে গত রোববার মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল দায়িত্ব নিয়ে দ্বিতীয় দফায় তার চেয়ারে গিয়ে বসেন। এর তিন মিনিটের মাথায় মন্ত্রণালয় থেকে তার বরখাস্ত করা হয়।

এ বরখাস্তের আদেশের বিরুদ্ধেও মঙ্গলবার উচ্চ আদালতে রিট করেন বুলবুল। উচ্চ আদালত তার বরখাস্তের আদেশ স্থগিত করেন। এরপরই বুধবার তৃতীয় দফায় মেয়র হিসেবে দায়িত্ব নিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ২০১৩ সালের ১৫ জুনের সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে বড় ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

নির্বাচনে তিনি এক লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়েছিলেন। ওই বছরের ২১ জুলাই তিনি মেয়র হিসেবে শপথ নেন। পরে ১৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালের ১৫ জুন তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে। সে অনুযায়ী তার মেয়াদ আছে আর ১৫ মাস।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :