বাংলাদেশে বিষণ্ণতায় ভুগছে প্রায় ৭৪ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ১৫:৪২

বাংলাদেশে ৭৩ লাখ ৬০ হাজার নারী-পুরুষ বিষণ্ণতায় ভুগছে, যা মোট জনসংখ্যার ৪. ৬ শতাংশ। বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে এতথ্য উঠে এসেছে। এই সংখ্যাকে উদ্বেগজনক বলছে সরকার।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান। তিনি বলেন, ‘বিষণ্ণতা একটি বৈশ্বিক সংকট। এই সমস্যা থেকে উত্তরণে কথা বলতে হবে। যিনি বিষণ্ণতায় ভুগছে তার সঙ্গে কথা বলতে হবে। বেশি বেশি কথা বললে বিষণ্ণতা থেকে মুক্তি লাভ সম্ভব।’

মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য দিবসে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘আসুন, বিষণ্ণতা নিয়ে কথা বলি।’ বেশি বেশি কথা বলার জন্যই এই প্রতিপাদ্য ঠিক করা হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিষণ্ণতা নিয়ে দুইটি জরিপ করা হয়েছে। একটি স্থানীয়, অন্যটি আন্তর্জাতিক। স্থানীয় জরিপে দেখা গেছে, ১৮ বছরের ঊর্ধ্বে মোট মানসিক রোগী ১৬.১ শতাংশ, উদ্বেগাধিক্য ৮.৪ শতাংশের, বিষণ্ণতা ৪. ৬শতাংশ, গুরুতর মানসিক রোগ ১.১ শতাংশ, মাদকাসক্ত ০.৬ শতাংশ।

মন্ত্রী জানান, শিশু-কিশোরদের মধ্যে মানসিক রোগের প্রকোপ ১৮ বছরের নিচে। শিশু-কিশোরের মধ্যে মানসিক রোগ ১৮.৪ শতাংশ, মানসিক প্রতিবন্ধী ৩.৮ শতাংশ, মৃগীরোগী দুই শতাংশ, মাদকাসক্ত ০.৮ শতাংশ।

বর্তমানে সারাবিশ্বে ৩০ কোটি মানুষ বিষণ্ণতায় ভুগছে। সে হিসেবে প্রায় প্রতি ২৫ জনের মধ্যে একজন বিষণ্ণতায় আক্রান্ত। দেশ ভেদে শতকরা তিন থেকে ১৭ শতাংশ মানুষ জীবনের কোন না কোন সময় বিষণ্ণতায় আক্রান্ত হয়। ১৫ থেকে ১৮ বছর ও ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বিষণ্ণতার ঝুঁকি বেশি।

১৫ থেকে ৩০ বছরের জনগোষ্ঠীর মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাব অনুযায়ী বিশ্বে প্রতিদিন তিন হাজার মানুষ আত্মহত্যা করে। এ হিসেবে বছরে আত্মহত্যার সংখ্যা দাঁড়ায় ১১ লাখ। এরমধ্যে বেশিরভাগ আত্মহত্যাই ঘটে বিষণ্ণতাজনিত কারণে।

বর্তমান বিশ্বে ডিজিজ বার্ডেন হিসেবে বিষণ্ণতার স্থান তৃতীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০৩০ সালে বিষণ্ণতা ডিজিজ বার্ডেন তালিকায় প্রথম স্থানে অবস্থান করবে। যে কোনো বয়সে এমনকি শিশুরাও বিষণ্ণতায় আক্রান্ত হতে পারে। তবে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে বিষণ্ণতা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। দীর্ঘ মেয়াদী শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিষণ্ণতার ঝুঁকি অন্যদের চেয়ে তিন থেকে চার গুণ বেশি।

মন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, ৭ এপ্রিল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়থনে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :