টাওয়ার হ্যামলেটের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরের ইন্তেকাল

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ১৬:১৩

ব্রিটেনের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও টাওয়ার হ্যামলেটের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর ব্যারিস্টার আশিক আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ব্যারিস্টার আশিক আলী ১৯৬৪ সালে প্রথম ব্রিটেন আসেন। টাওয়ার হ্যামলেট এলাকায় দীর্ঘকাল থেকে বসবাস করছিলেন তিনি। ছিলেন বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলার। তিনি সবার কাছে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

ব্যারিস্টার আশিক আলী আজীবন লেবার পার্টির সদস্য ছিলেন। তিনিই প্রথম ব্রিটিশ-বাংলাদেশি, যাকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ‘ফ্রিডম অব দ্য বারা’ সম্মানে ভূষিত করে। পূর্ব লন্ডনের মারকাজসহ বিভিন্ন মসজিদ, মক্তব প্রতিষ্ঠায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এবং কমিউনিটির উন্নয়নে আজীবন সেবা করে গেছেন।

বিবিসি এশিয়ান নেটওয়ার্ক প্রেজেন্টার নাদিয়া আলীর দাদা ব্যারিস্টার আশিক আলীর মৃত্যুর খবরে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তিনি এক ছেলে, তিন মেয়ে, নয় নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :