বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:৫৩

বগুড়ায় ট্রাক এবং বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার খামারকান্দি বাইপাসে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন- ওই ট্রাকের ড্রাইভার আবুল হোসেন।

আহতদের মধ্যে হেলপার অহেদুলসহ আরো তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জনতা এক্সপ্রেসের বাস এবং বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকড্রাইভার আবুল হোসেন নিহত হন। ওই সময় ট্রাকের আরো তিন হেলপার গুরুতর আহত হয়।

অপর দিকে বাসযাত্রীদের মধ্যেও ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরেই বাস ড্রাইভার ও হেলপার পালিয়েছে।

বগুড়া সদরে নারুলী পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, ট্রাক ডাইভার আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :