নাটোরে সাত শতাধিক শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ১৮:০২

‘অন্যায় ও দুর্নীতি করব না, প্রশ্রয় দেব না এবং সর্বদা লেখাপড়ায় মনোযোগী থাকব’ এই বিষয়ে নাটোরের সিংড়ায় সাত শতাধিক শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করেছে। দুর্নীতিবিরোধী শপথের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও মাদকদ্রব্য থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ার অঙ্গীকারও করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টায় কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে সিংড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সদস্য সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, দুপ্রক এর সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সদস্য আমজাদ হোসেন, মহসিন আলম, প্রধান শিক্ষক শারদুল ইসলাম প্রমূখ।

পরে শিক্ষার্থীদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট সততা সংঘের কমিটি গঠন করা হয়।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :