সীমান্ত থেকে স্কুলশিক্ষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ২২:৪৬| আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২২:৫০
অ- অ+
ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে আকবর আলী নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরীক্ষা বাহিনী বিএসএফ। বুধবার সন্ধ্যার দিকে ঘটে এ ঘটনা।

১৪ বিজিবির সিও লে. কর্নেল মোহাম্মদ আলী রেজা ঢাকাটাইমসকে জানান, টাকা লেনদেনসংক্রান্ত বিবাদের জেরে বিকালে দিকে কয়েকজন স্থানীয় বাংলাদেশি এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। এরই জেরে সন্ধ্যার দিকে ওই স্কুল শিক্ষক তার জমি থেকে ফেরার পথে বাংলাদেশের ২৩১/পিএস নং পিলারের কাছ থেকে বিএসএফরা তাকে ধরে নিয়ে যায়।

বিজিবি জানায়, ঘটনা জানার পর বিএসএফর সাথে যোগাযোগ করা হলে ভারতীয় নাগরিককে ফেরত দেয়া শর্তে ওই শিক্ষককে ফেরত দিতে চেয়েছে তারা। তবে অনেক খোঁজখুজি করা হলেও ওই ভারতীয়কে এখনো খুঁজে পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

আকবর আলী উপজেলার নিতপুর গ্রামের মৃত হানিফ খানের ছেলে ও পোরশা দিয়াড়াপাড়া মোডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা