বৈশাখের ফ্যাশনে দেশীয় বুটিক হাউজ

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০৯:৫১ | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৭, ১৬:৫০

শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের বৈশাখ-এর প্রস্তুতি। ভেতরে ভেতরে সবাই তৈরি হচ্ছে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য। নানা সমস্যা, যন্ত্রণা সত্ত্বেও বাঙালি ঠিকই বৈশাখের প্রথম প্রহরে বরণ করে নেবে বছরের প্রথম দিনটিকে। পুরনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আহ্বানে। আর এই উদযাপন নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্ভব। শুধু পোশাক নয় সব যেন সব ক্ষেত্রেই লেগেছে বৈশাখী ছোঁয়া। এ সপ্তাহের পাঠকদের জন্য পোশাকে বৈশাখী অফারে রয়েছে লা রিভ এবং সেইলর ও বিশ্বরঙ এর খবরাখবর।

সেইলর

বৈশাখের পোশাকে শতভাগ বাঙালিয়ানার থিম, মোটিফ, নকশা দিয়ে ডিজাইন এনেছে ফ্যাশন ব্র্যান্ড সেইলর। পোশাকের প্যাটার্ন ও কাট বৈচিত্র্যের সাথে যোগ হয়েছে এমব্রয়ডারি এবং র্ডজিটাল প্রিন্টেড ভ্যালু এডিশনসহ বিভিন্ন ছাপ চিত্র। সেইলর - বৈশাখী পোশাকগুলোর মোটিফ হিসাবে ব্যবহার হয়েছে বাংলা সংক্রান্তির রঙের ছটা, পাখির অবয় এবং ফুল ও প্রকৃতির নানা সৌন্দর্য । শতভাগ সুতি কাপড়ে তৈরি এসব পোশাকে থাকছে রঙের উজ্জ্বলতা। ডিজিটাল প্রিন্ট, কাট এন্ড স্যু ডিজাইন এবং স্লিম ফিট প্রাধান্য পেয়েছে। সেইলর এর হেড অব ব্র্যান্ড রেজাউল কবির জানান, ‘সেইলর শতভাগ বাঙালিয়ানাকে পোশাকের মোটিফে তুলে ধরেছে। গরমের কারণে কাপড় ও ডিজাইন করা হয়েছে ক্রেতা ব্যবহার বান্ধব। পাশাপাশি সেইলর এর ৩ এপ্রিল দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সেইলর কেনাকাটায় দিচ্ছে বিশেষ ছাড়। প্রতিটি স্টোরে থাকছে নির্ধারিত পণ্যে সর্বোচ্চ ৫০ ভাগ ছাড়ে কেনাকাটার সুযোগ। পাশাপাশি নতুন বৈশাখী পোশাক থাকবে শিশু এবং বড়দের জন্যও।’

ধানমন্ডি, উত্তরা, যমুনা ফিউচার পার্ক ও পুলিশ প্লাজাসহ ৭টি আউটলেটের পাশাপাশি নিত্যনতুন সেইলর- প্রোডাক্ট এর খোঁজখবর পাবেন ফেসবুকে sailor এর অফিসিয়াল পেইজ-এ।

বিশ্ব রঙ

বিশ্ব রঙ দীর্ঘ ২২ বছরের সৃষ্টিশীল ভাবনায় নিরীক্ষামূলক কাজে এ দেশের ঐতিহ্য- শখের হাড়ী, নকঁশীপাখা, বাংলার পটচিত্র, রিক্সা মোটিফ, ঐতিহাসিক কান্তজী মন্দিরসহ টেরাকোটার মত মহামূল্যবান মোটিফকে পোশাকের বর্নিল অলংকরন হিসেবে ব্যবহার করে ফ্যাশনকে নিয়ে গিয়েছে সমৃদ্ধির সু-উচ্চতায়।

সেই ধারাবাহিকতায় ২০১৭ সালেএসে- বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্নালী সময়ের ইতিহাস, ঐতিহ্যের ভিন্ন ভিন্ন স্থিরচিত্রের বিভিন্ন অনুষঙ্গের অনুপ্রেরণায় এবারের বাংলা নববর্ষে পোশাকে বর্ণিল অলংকরনে নান্দনিকতার পরিপূর্নতায় ভিন্নমাত্রার প্রয়াস যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।

কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘বর্তমানে আকাশ সংস্কৃতির নামে যে আধুনিকতার অস্থিরতা বিরাজ করছে সামগ্রিক চলচ্চিত্র অঙ্গনে, তা আমাদের সংস্কৃতি নয়। যার ফলে আমরা আকাশ সংস্কৃতির নামে ভুল পথ দেখাচ্ছি পরবর্তী প্রজন্মকে, যা কখনোই আমাদের কাম্য নয়। সে কারনেই আমরা পেশাকে তুলে ধরেছি নকশার গ্রফিক্যাল পটভূমিতে রহিমবাদশা ও রুপবান, বেহুলা, তাসের ঘর, ভাতদে, বেদের মেয়ে, কসাই, ছুটিরঘন্টা, এমিলির গোয়েন্দা বাহিনী, নিষপাপ, লাইলী মজনু, মালকাবানু, বিনি সুতার মালা, গোলাপী এখন ট্রেনে, ওরা ১১ জন, অরুন বরুন কিরন মালা, পদ্মানদীর মাঝি, কালজয়ী এমন অসংখ্য ছবির খন্ড খন্ড স্থিরচিত্র ,ছবির টাইটেল, কলাকুশলীদের নাম, পরিচালক ও শিল্পীর বায়োগ্রাফি।'

তিনি আরও বলেন, ‘আমাদের অভিপ্রায় চলচ্চিত্রের এই অস্থির সময়ে “ঐতিহ্যে বাংলাসিনেমা” শীর্ষক এই উদ্যোগটি আগামী প্রজন্মকে বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণালি সময়ের ইতিহাস, ঐতিহ্য সর্ম্পকে সঠিক ধারণা দিয়ে সংস্কৃতি ভাবনায় অগ্রণী ভূমিকা রাখবে।’

ঢাকাটাইমস/০৬এপ্রিল/এমইউ

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :