রিমান্ডের আসামির পলায়ন, এসআই বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৭, ১৭:৫৫
প্রতীকী ছবি

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের হেফাজত থেকে রিমান্ডের আসামির পালানোর ঘটনায় মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দ্বিপেন্দ্র নাথকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, গত ২২ মার্চ ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় দিনাজপুর সদর উপজেলার আস্করপুর বটেরহাট এলাকার বাসিন্দা সুজাউর রহমান সুজা নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

গত ৩০ মার্চ আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মঙ্গলবার আসামিকে রিমান্ডে আনা হয়। রিমান্ড শেষে আদালতে নেওয়ার আগে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে গেলে পালিয়ে যান সে। এ ঘটসায় পুলিশ বিভাগে ব্যাপক তোলপাড় চলছে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :