মানিকগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৭, ১৯:৩৭

মানিকগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস

দুর্ঘটনায় আহতদের দিয়ে কাজ করানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে মানিকগঞ্জের সাটুরিয়ায় তারাসীমা এ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ওই কারখানায় এই ঘটনাটি ঘটে।

এতে পোশাক কারখানার ভাড়াটে লোকজনের সাথে সংঘর্ষে আহত ৩০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ধামরাইয়ের শুয়াপুর এলাকায় কারখানার শ্রমিক পরিবহনকারী বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ওই বাসটিতে কারখানার ৪০ জন শ্রমিক ছিল। দুর্ঘটনায় বাসের কয়েকজন শ্রমিক আহত হয়। চালক বাসটি সরাসরি কারখানায় ঢুকিয়ে দেয়। গুরুতর আহত ৪-৫ জন শ্রমিককে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের কাজে যোগ দিতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কর্তৃপক্ষ বহিরাগতদের ডেকে এনে শ্রমিকদের ওপর চড়াও হয়। এসময় শ্রমিকদের সাথে কারখানার ভাড়াটে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ হয়।

ওই কারখানার আসমা নামে এক শ্রমিক জানান, ওই দুর্ঘটনায় বাসের ৪০ জন শ্রমিকই আহত হয়। কর্তৃপক্ষ সকলকে চিকিৎসা না দিয়ে ৪-৫ জনকে হাসপাতালে পাঠায়। এসময় আহতরা কাজে যোগ দিতে না চাইলে কর্তৃপক্ষ বাইরের লোকজন দিয়ে কয়েকজন শ্রমিককে বাথরুমে আটকে রেখে মারপিট করে। 

এ ব্যাপারে কারখানার ডিজিএম শাওন দেবনাথের মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)