কিশোরগঞ্জে মুখোশধারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৭, ২০:০০

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জে মুখোশধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। জেলা শহরের নগুয়া, বিন্নগাঁও, এতিমখানা রোড প্রভৃতি এলাকায় একদল মুখোশধারী সন্ত্রাসীদের ব্যাপক হামলার প্রতিবাদে মানবববন্ধনের আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের নগুয়ার মোড়ে কয়েক হাজার এলাকাবাসী এই মানববন্ধন পালন করেন।

এসময় বক্তব্য রাখেন- সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করীম অমি, কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. ইয়াকুব সুমন, কামরুন্নাহার লিপি, সাবেক কাউন্সিলর ওয়াহিদুজ্জামন জুয়েল, এনজেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ খন্দকার আনোয়ার হোসেন, লাইসীয়াম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঋতু রায়, নারীনেত্রী বিলকিস বেগম, সাংবাদিক এ কে নাছিম খান, সাংবাদিক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কৃষকলীগের  পৌর কমিটির সভাপতি আলমগীর  হোসেন, যুবলীগ নেতা রুহুল আমিন খান, শফিকুল ইসলাম প্রমুখ।

গত ৩ এপ্রিল রাতে ওই এলাকায় ২০-২৫ জনের মুখোশধারী সন্ত্রাসী দল চাপাতি, রামদা ইত্যাদি অস্ত্র নিয়ে অন্তত ৫০টি দোকান ও বাসা-বাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং স্কুলছাত্রসহ অন্তত সাতজন পথচারীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)