পাঁচবিবিতে বাল্যবিয়ে দেয়ায় বাবার জেল

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৭, ২০:১৩
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ায় বাবাকে সাত দিনের কারাদ- দেয়া হয়েছে। বুধবার রাতে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন। উপজেলার শ্রীমন্তপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। সাজাপ্রাপ্তের নাম গোলাম হোসেন।

ওই দিন দুপুরে উপজেলার শ্রীমন্তপুর গ্রামের গোলাম হোসেন তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে রুমি আক্তারকে পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের বাবুল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিয়ে দেন গোলাম হোসেন। বিকালে অতিথিদের আপ্যায়নও করা হয়। খবর পেয়ে মেয়ের পিতা গোলাম হোসেনকে রাতে ভ্রাম্যমাল আদালতে হাজির করা হয়।

রুমি আক্তারের ১৮ বছর পূর্ণ হতে এখনও তিন মাস বাকি আছে। বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী ছেলেদের বিয়ের সর্বনি¤œ বয়স ২১ এবং মেয়েদের ১৮। সম্প্রতি বাল্যবিয়ে আইন সংশোধন করে আইন অমান্যের সাজা বাড়ানো হয়।

সংশোধিত আইনে ১৮ বছরের আগেও মেয়েদের বিয়ের সুযোগ রাখা হয়েছে বিশেষ বিধান হিসেবে। তবে এ জন্য অভিভাবকদেরকে আদালতের অনুমতি দিতে হবে।

ঢাকাটাইমস/০৬এপ্রিল/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :