পাঁচবিবিতে স্ত্রীর মামলায় শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৭, ২০:৪৭

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা কর্মকর্তার স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ কুমার রায় জানান, গত বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে রাশেদুল তার স্ত্রী রাজিয়া সুলতানাকে মারপিট করেন। বৃহস্পতিবার সকালে বাদী হয়ে রাশেদুলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেন স্ত্রী। পরে রাশেদুলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।

এই কর্মকর্তা বলেন, ইতি পূর্বেও রাশেদুল স্ত্রীকে একাধিকবার শারিরীক নির্যাতন করেন বলে অভিযোগ পাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা মিমাংসার চেষ্টা করে বিফল হন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :