সোনারগাঁ উপজেলা চেয়ারম্যানের বহিষ্কারাদেশ স্থগিত

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৭, ২২:৫৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের বহিষ্কারের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।  

বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো: সফিকুর রহমানের সমন্বয়ের গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় দায়েরে করা দুটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। অভিযোগপত্র গঠনের পর পরই স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়  মন্ত্রণালয় উপজেলা শাখা-২ গত ৮ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যানে পদ থেকে তাকে বহিষ্কার করে।
এর প্রেক্ষিতে আজহারুল ইসলাম মান্নান আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন। আদালত উভয় পক্ষে শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কারাদেশ ছয়মাসের জন্য স্থগিত করার আদেশ দেন।

আদালতে মান্নানের পক্ষে রিট পিটিশনে আইনজীবী ছিলেন এ এম মাহবুব উদ্দিন খোকন, এইচ এম সানজীদ সিদ্দিকী। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল মোখলেসুর রহমান।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)