বিড়ালের মাশরাফি দর্শন

জহির উদ্দিন মিশু
| আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৭:০১ | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৭, ১৫:৩১
ছবি: ফেইসবুক থেকে সংগৃহীত।

আসলে কি তেমন কিছু। হ্যাঁ, মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খুব মনোযোগ সহকারেই দেখল এক পোষা বিড়াল! অদ্ভুত একটা বিষয় তাই না? শুধু দেখেই ক্ষান্ত হননি বিড়ালটি, মাশরাফির সঙ্গে অবসর নিয়ে অনেক কথাই বলেছেন মি. ক্যাট।

চলুন দেখে নেয়া যাক মাশরাফি আর মি. ক্যাটের মধ্যকার সেই আলাপনটি:

মি. ক্যাট: ম্যাশ তুমি নাকি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছো?

মাশরাফি: তুমি কার থেকে শুনলা?

মি. ক্যাট: ফেইসবুকে ঢাকাটাইমসের সংবাদে দেখলাম।

মাশরাফি: হ্যাঁ, বিড়াল মামা তুমি কি আজকাল নিউজও পড়ো?

মি. ক্যাট: কি বলো, কেবল নিউজই না, লঙ্কান সফরের সবকটি ম্যাচ আমি দেখেছি।

মাশরাফি: তাই নাকি? তুমি দেখছি আমার চেয়েও আধুনিক।

মি. ক্যাট: কিন্তু তোমার খেলা দেখতে আমাকে অনেক কষ্ট করতে হয়।

মাশরাফি: কোনো?

মি. ক্যাট: আরে আমার মালিক সারাক্ষণ সিরিয়াল ছেড়ে রাখে। তাছাড়া ফেইসবুকে বান্ধবীকেও অনেক সময় দিতে হয়।

মাশরাফি: বাহ, ভালো তো।

মি. ক্যাট: ম্যাশ, সব ভালো তো ভালো না।

মাশরাফি: কেমন?

মি. ক্যাট: এই যে তুমি টি-টোয়েন্টি ছেড়ে দিলা, এটা মানতে পারছি না। যেদিন শুনলাম তুমি বিদায় নিয়েছো, জানো ওইদিন অনেক কেঁদেছি।

মাশরাফি: ওহ, ডিয়ার, আমি তো একবারে চলে যাচ্ছিনা, ওয়ানডে ক্রিকেটে খেলবো।

মি. ক্যাট: তবে যা-ই বলো টি-টোয়েন্টিতে তোমাকে খুব মিস করব।

মাশরাফি: কি আর করবো, নতুনদের সুযোগ দিতে ছাড়তে হলো।

মি. ক্যাট: আচ্ছা তোমাকে যে আমাদের প্রধানমন্ত্রী অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে।

মাশরাফি: হুম, ভেবে দেখবো।

লেখক: ক্রীড়া সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :