চাঁপাইয়ে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:৫৪

চাঁপাইনবাবগঞ্জের গণকা এলাকায় উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করেছে র‌্যাব। একইসঙ্গে গতকাল উদ্ধার করা আটটি ককটেলও নিষ্ক্রিয় করা হয়।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে র‌্যাব-৫ এর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল গণকা এলাকার একটি আমবাগানে বোমাটি নিষ্ক্রিয় করে।

র‌্যাব-৫ এর অধিনায়ক মাহবুবুল আলম জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাটি বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য রাখা হয়েছিল। তিনি বলেন, বোমাটির তৈরির ধরণ দেখে ধারণা করা হচ্ছে এটি উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছে।

র‌্যাবের অধিনায়ক আরও জানান, ‘কে বা কারা বোমাটি রেখেছে তা জানার জন্য আটক তারেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

বৃহস্পতিবার বিকালে গণকা এলাকার ওই আমবাগানে অভিযান চালিয়ে বোমাটি উদ্ধার করে র‌্যাব। এ সময় আটটি ককটেল ও আটটি দেশীয় অস্ত্রসহ তারেক নামে একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীটি তারেক নামে একজনকে আটক করে। তিনি সদর উপজেলার পৌর এলাকার আলীনগর মহল্লার আব্দুল বারেকের ছেলে। গতকাল বোমা নিষ্ক্রিয় করা সম্ভব না হওয়ায় সারারাত ওই এলাকাটি ঘিরে রাখে র‌্যাব। সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল আসলে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

ঢাকাটাইমস/০৭এপ্রিল/প্রতিনিধি/এমআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :