গাজীপুরে রিকশা চালককে গলাকেটে হত্যা
গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় এক রিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আল আমিন।
শুক্রবার দুপুরে সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকার একটি পেয়ারা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিনের বাড়ি জামালপুরের বকশিগঞ্জ থানায়।
তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় একটি পেয়ারা বাগানে দুর্বৃত্তরা আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত আল আমিন কোনাবাড়ি এলাকায় রিকশা চালাতেন। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন