গাজীপুরে রিকশা চালককে গলাকেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৭, ১৮:২৯
অ- অ+

গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় এক রিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আল আমিন।

শুক্রবার দুপুরে সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকার একটি পেয়ারা বাগানে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিনের বাড়ি জামালপুরের বকশিগঞ্জ থানায়।

তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় একটি পেয়ারা বাগানে দুর্বৃত্তরা আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত আল আমিন কোনাবাড়ি এলাকায় রিকশা চালাতেন। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসের রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ 
ঢাকা টু আখাউড়া লংমার্চ: ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ভারতের আধিপত্য প্রতিহতের ঘোষণা
ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধুত্বের আহ্বান, ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি
দেড় কোটি লিটার তেল, ১০ হাজার মে. টন মসুর ডাল কিনবে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা