শৈলীর বৈশাখের সাজে আছে গামছাও

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১১:৩২ | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০১৭, ১১:১৬

বৈশাখকে কেন্দ্র করে ফ্যাশন হাউজ শৈলীতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবার বৈশাখী সাজের আমেজকে পরিপূর্ণতা দিতে শৈলী নিয়ে আসছে চিরায়ত লাল-সাদার পাশাপাশি বর্ণিল রঙের বাহারি পণ্য। তাদের শাড়ি, ব্লাউজ পিস, পাঞ্জাবি, কামিজ পিস, ওড়না সবই দেশীয় তাঁতে বোনা এবং নিজস্ব কারখানায় প্রিন্ট করা।

বিভিন্ন জেলার প্রসিদ্ধ গামছাও থাকবে এবারের নববর্ষের আয়োজনে। শৈলীর হাতে বানানো গয়নাগুলোতে ব্যবহৃত হয় মুক্তা, কোরাল, ল্যাপিস, টারকোয়েজ, রূপা, পিতল, চামড়া, কাঠ, মাটি, পুঁতি ইত্যাদি দেশীয় অনুসঙ্গ। ভিন্ন ধাচের এ গয়নাগুলোর মধ্যে আছে মালা, কানেরদুল,নাকফুল, নূপুর, আংটি। পহেলা বৈশাখে সাজের জন্য কাচের চূড়িসহ অন্য অনুসঙ্গও মিলবে শৈলীতে। আর এসব পণ্য দিয়ে শৈলীতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী খোলা থাকছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া প্রদর্শনীর পাশাপাশি এসব পণ্য পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত শৈলীর নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে কিংবা অনলাইনে ফরমায়েশ দিয়ে সংগ্রহ করা যাবে।

প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র : বাড়ি-১১/এ, সড়ক-১, ধানমন্ডি, ঢাকা। মোবাইল : ০১৯৯৩০৫০১৯২।

ফেসবুক ঠিকানা: facebook.com/shoileezone

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/টিএ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :