টাকা নিয়ে গ্যাস সংযোগ বৈধ না করায় বিক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০১৭, ২২:১৫
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বৈধকরণ ও বিচ্ছিন্ন না করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এলাকাবাসী বলছেন, এসব সংযোগ বৈধ করে দেয়ার নামে তাদের থেকে হাজার হাজার টাকা নেয়া হয়েছে। তাই তারা এ সংযোগ বৈধ করে দাবি জানাচ্ছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

জানা যায়, কেউ ঋণ নিয়ে, কেউ ধার-দেনা করে, কেউ স্বর্ণালংকার বিক্রি করে, কেউ গবাদি পশু বিক্রি করে গ্যাস সংযোগের জন্য টাকা যোগান দিয়েছেন। এসব গ্যাস সংযোগ নিতে গিয়ে প্রতি গ্রাহককে ৪০ থেকে ৫০ হাজার টাকা গুণতে হয়েছে। এসব গ্রাহককে বোঝানো হয়েছিলো, অবৈধ গ্যাস লাইন বৈধ করে দেয়া হবে। এখন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসবে এ আতঙ্কে থাকেন ভুক্তভোগীরা গ্রাহকরা। আর প্রভাবশালী ব্যক্তিরা এসব গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়া গ্রাহকরা জানতে পারেন, ইদানিং তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরই এলাকাবাসী স্থানীয় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এতে করে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ যায়। স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে বিক্ষোভ ও মানববন্ধনে সেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক শামীম হাসান, ইউপি সদস্য আলম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুর-চট্টগ্রামসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন: যুবদল সভাপতি
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় 
সিরাজদিখানে স্বর্ণ-টাকা ও সন্তান নিয়ে উধাও স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা