ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে হতাহত ২১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৭, ১৩:৫০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ী গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে হতাহত হয়েছেন ২১ জন। এর মধ্যে রহিস মিয়া নামে একজন নিহত ও অপর ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

নিহত রহিস নিমবাড়ী গ্রামের লাবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার নিমবাড়ী গ্রামের জমসেদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে দুই পক্ষে লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে ব্যাপক লাঠিচার্জ ও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় রহিস মিয়া নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছুটির দিনেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, অবস্থান কত জানুন
প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ উধাও স্ত্রী
কে হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জানা যাবে আজ
দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’ নির্বাচিত ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা