ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে হতাহত ২১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ী গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে হতাহত হয়েছেন ২১ জন। এর মধ্যে রহিস মিয়া নামে একজন নিহত ও অপর ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
নিহত রহিস নিমবাড়ী গ্রামের লাবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার নিমবাড়ী গ্রামের জমসেদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে দুই পক্ষে লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে ব্যাপক লাঠিচার্জ ও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় রহিস মিয়া নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন