জুনে আসছে নকিয়ার ফ্লাগশিপ ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটািইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৭, ১৩:২৮

নকিয়ার নতুন ফ্লাগশিপ ফোন আনছে নকিয়ার হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। ফোনটির মডেল নকিয়া ৯। ধারণা কর হচ্ছে এই বছরের তৃতীয় প্রান্তিকে ফোনটি বাজারে আসবে।

নকিয়া পাওয়ার ইউজার ওয়েবসাইটের তথ্য মতে নকিয়া ৯ ফোনটির মূল্য হবে ৬৯৯ ডলার। এটি জুন কিংবা জুলাই মাসে বাজারে আসবে।যদিও এইচএমডি গ্লোবাল নকিয়া ৯ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

নকিয়া ৯ ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। এতে ৬ জিবি র‌্যাম থাকবে। ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত হবে।

নকিয়ার নতুন এই ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির কোয়াড এইচডি রেজুলেশন সম্বলিত ডিসপ্লে। এতে ২২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে। ফ্রন্ট ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেলের।

দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটি ৬৪ জিবির। অন্যটি ১২৮ জিবির। ফোনটি আইপি ৬৮ রেটিং প্রাপ্ত। অর্থাৎ ফোনটি পানিরোধী।

ফোনটিতে থ্রিডি সাউন্ড পাওয়া যাবে। কেননা, এতে নকিয়ার ওজো অডিও টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :