প্রোকৌশলীকে পিটুনি: ঘাটাইল জিবিজি কলেজের জিএস গ্রেপ্তার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৭, ২৩:৪৪
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম তমালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘাটাইল পৌরসভাধীন বাজার রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিউল ইসলাম পিডিবির ঘাটাইল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে পিটিয়ে আহত করার ঘটনার মামলার এজাহার ভুক্ত আসামি।

উল্লেখ্য যে, গত ৫ এপ্রিল বুধবার সকালে পিডিবির ঘাটাইল অঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় পিডিবির ঘাটাইল কার্যালয়ের সহকারি প্রকৌশলী কামরুজ্জামান বাদী হয়ে সরকারি কাজে বাধা দেয়া এবং চাঁদাবাজির অভিযোগে ঘাটাইল পৌর সভার মেয়র শহিদুজ্জামান খানকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস রবিউল ইসলাম তমাল, ছাত্রলীগ নেতা ইয়েন ও আয়নাল সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা