দিনাজপুরে জমে উঠেছে ইউপি নির্বাচন

শাহ্ আলম শাহী, দিনাজপুর
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৭, ১২:৪৮

জমে উঠেছে উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের ইউপি নির্বাচন। বিরল উপজেলার বিজোড়া ও পলাশবাড়ী ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রার্থী ও সমর্থকরা। নাওয়া-খাওয়া ছেড়ে রাতের ঘুম হারাম করে ভোট প্রার্থনায় ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।

আগামী ১৬ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ দুই ইউনিয়ন পরিষদে।

বিরল উপজেলা নির্বাচন রিটার্নিং অফিসার জেবুন্নেছা শাম্মী জানান, বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আমজাদ হোসেন (নৌকা প্রতীক), সাবেক চেয়ারম্যান বিএনপির সুলতান মাহমুদ (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (আনারস প্রতীক) ও জাপা প্রার্থী সামজুজ্জামান হেলাল (লাঙ্গল প্রতীক।

১১ নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান (মোটর সাইকেল প্রতীক), আওয়ামী লীগের প্রার্থী খায়রুল ইসলাম খোকন (নৌকা প্রতীক), বিএনপি প্রার্থী মোশারফ হোসেন (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুকুর (আনারস প্রতীক) ও সাবেক চেয়ারম্যান আসলাম কাদির রয়েল (ঘোড়া প্রতীক)।

এছাড়া ৭ নং বিজোড়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন এবং ১১ নং পলাশবাড়ী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১৬ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে এ দুটি ইউনিয়েনে। বিজোড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৪৭টি কক্ষে ১৫ হাজার ১৬৫ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৬৯৯ জন ও মহিলা ৭ হাজার ৪৬৬ জন। পলাশবাড়ী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৩৬টি কক্ষে ১০ হাজার ৪৬১ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪শ ৩ জন ও মহিলা ৫ হাজার ৫৮ জন ভোটার রয়েছে।

১১ নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রি-মুখী। প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী যুবলীগ নেতা খায়রুল ইসলাম খোকন (নৌকা প্রতীক) এগিয়ে থাকলেও জনসমর্থনে এগিয়ে আছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান (মোটর সাইকেল প্রতীক)।

ভোটাররা নিজেই শ্রম দিয়ে প্রচারণা করছেন তার পক্ষে। বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান ইউপি পরিষদের জায়গা দান ও এলাকায় উন্নয়ন করেছে বলে জনশ্রুতি রয়েছে।

অন্যদিকে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন (ধানের শীষ প্রতীক) প্রচার-প্রচারণা চালিয়ে গেলেও তার চাচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহার কাজ করছে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে। শেষ রাতে মোজাহার কার পক্ষ নেয় এ নিয়েও সংশয় দেখা দিয়েছে।

অন্যদিকে ৭ নং বিজোড়া ইউনিয়নেও ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রচারণায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আমজাদ হোসেন (নৌকা প্রতীক) এগিয়ে রয়েছেন।

অন্যদিকে সাবেক চেয়ারম্যান বিএনপির সুলতান মাহমুদ (ধানের শীষ প্রতীক) ও জাপা প্রার্থী সামজুজ্জামান হেলাল (লাঙ্গল প্রতীক) ভেতরে ভেতরে এগিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :