গাজীপুরে ট্রাকচাপায় যুবক নিহত
গাজীপুর সদরের মেম্বার বাড়ি এলাকায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহত অন্তুর রহমান নেত্রকোনার মোহনগঞ্জ থানার বাসিন্দা ও সৈয়দুর রহমানের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক অন্তুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন