নাটোরে হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৭, ১৫:০৯

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ধানের জমি পানি দেয়া মেশিন ঘরে পরিত্যক্ত অবস্থায় সাতটি হাতবোমা তৈরির সরঞ্জাম বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ানের জোয়ানপুর এলাকার মাঠের মধ্যে ওই ঘরে অভিযান চালিয়ে পুলিশ এই সাতটি হাতবোমা বস্তু উদ্ধার করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঢাকাটাইমস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাধনগর জোয়ানপুর এলাকায় একটি ধান ক্ষেতের মধ্যে মেশিন ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় হাতবোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এসময় লাল টেপ দিয়ে মোড়ানো চারটি, কালো টেপ দিয়ে মোড়ানো দুটি, পেট্রোল বোমা সদৃশ্য বোতল এবং একটি ক্যাপাসিটর পাওয়া যায়। এসময় কাউকে সেখানে পাওয়া যায়নি।

ওসি আরও জানান, সরঞ্জামগুলো অকেজো করার জন্য সাবধানতার সঙ্গে পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়। তবে ধারণা করা হচ্ছে, নববর্ষকে সামনে রেখে নাশকতা সৃষ্টি কিংবা আতঙ্ক তৈরির করার জন্য কেউ এখানে রেখেছিল এবং আস্তানা তৈরি করেছে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে হয়তো পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :