মধুখালীতে ইউপি নির্বাচনের প্রচারে হামলার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৭, ১৫:১৫

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামি ও কামালদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিন্দ্বন্দ্বী প্রার্থীকে তুলে নেয়ার চেষ্টা ও নির্বাচনী প্রচারকাজে নিয়োজিত কর্মীদের ওপর হামলা ও ভোটারদের হুমকির দেয়ার অভিযোগ করেছেন বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী।

বুধবার সাংবাদিক সম্মেলনে তারা এই অভিযোগ করেন।

বুধবার সকালে মেগচামি ইউনিয়নের বিল আড়ালিয়া বাজারে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শেখ সবুজ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকেরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাদের প্রতিরোধ করে।

অপরদিকে কামালদিয়ার ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কর্মী ও সমর্থকদের ওপর হামলা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মাকড়াইল বাজারে সাংবাদিক সম্মেলন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওয়ালিদ হাসান মামুন।

তিনি অভিযোগ বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা আমার ওপর হামলা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এখন তারা ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্যে হুমকি দিচ্ছেন।’

প্রসঙ্গত, আগামী ১৬ এপ্রিল মধুখালীর চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :