পাকুন্দিয়ায় উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৭, ১৬:৫১

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত ও খাটো জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

জেলা হর্টিকালচারের উদ্যোগে বুধবার দিনব্যাপী পাকুন্দিয়া কৃষি সম্প্রসারণ সেমিনার কক্ষে ৩০ জন কৃষককে এসব চারা দেয়া হয়।

এর আগে বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণ দেয়া হয় কৃষকদের।

এ সময় কৃষকদের মাঝে ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত ও খাটো (ওপি) জাতের নারিকেলের চারা রোপন ও পরিচর্যার উপর বিস্তারিত আলোচনা করেন-জেলা হর্টিকালচারের উপ-পরিচালক পরিতোষ কুমার দাস। বসতবাড়িতে ফল উৎপাদন ও ব্যবস্থাপনার উপর বিস্তারিত আলোচনা করেন-পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার ড. গৌর গোবিন্দ দাস, জেলা উদ্যান তথ্যবিদ নাছির উদ্দিন, সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার প্রমুখ।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/ইএস)