পদ্মা সেতুর সেনা চেকপোস্টে অস্ত্রসহ আটক ২

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৭, ২৩:০১
অ- অ+

জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার সন্ধ্যায় সেনাবাহিনীর চেকপোস্টের সামনের থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- মাদারীপুরের কালকিনি উপজেলার নতুনচর এলাকার খালেকুজ্জামান (৩০) ও শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকার ইদ্রিস বিশ্বাস (৩২)। এ সময় তাদের কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

জাজিরা থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে পদ্মা সেতু এলাকার জাজিরা পয়েন্টে সেনাবাহিনীর চেকপোস্টের সামনে দিয়ে দুই যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেখানে পাহারায় থাকা সেনা সদস্যদের সন্দেহ হলে তাদের থামতে নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেনাসদস্যরা ধাওয়া করে খালেকুজ্জামান ও ইদ্রিস বিশ্বাসকে আটক করে। এ সময় তল্লাশি করে খালেকুজ্জামানের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যরা পদ্মা সেতু এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দেশবাসী জামায়াতে ইসলামের শাসন দেখতে চায়’
স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি: গোলাম পরওয়ার
আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 
আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য সাতটি নতুন বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা