নরসিংদীতে বর্ষবরণে জেলা প্রশাসনের প্রস্তুতি

এম লুৎফর রহমান, নরসিংদী
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৭, ১০:৩২

আবার এলো ফিরে সেই পহেলা বৈশাখ। স্বাগতম ১৪২৪ বাংলা। প্রতি বছর পহেলা বৈশাখ আসে বাঙালির বাংলা নববর্ষকে নিয়ে।

এ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন বর্ষবরণে গ্রহণ করেছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস নরসিংদীবাসীকে পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছাসহ জেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে আজো চলছে এবং চলবে পহেলা বৈশাখ ও বৈশাখী মেলার আয়োজনে। বৈশাখী মেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য লালন করে প্রতি বছর শহর-নগর গ্রামগঞ্জে উৎসব মুখর হয়ে বাঙালির প্রাণে দোলা দেয়।

নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাধনহারা চত্বরে ১৩ এপ্রিল ৩০ চৈত্র ১৪২৩ সন্ধ্যা সাড়ে ৭টায় গানের হাট। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে নববর্ষ উৎসব উদ্বোধন ও প্রভাতী অনুষ্ঠান সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বাউল গান অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। মুক্তধারার পরিবেশনায় নাটক সকাল ১০টায়।

নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠ থেকে নরসিংদী সরকারি কলেজ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হবে সকাল ১১টায়। নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে শিশু একাডেমির পরিবেশনায় বিকাল সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যান্ডদলের পরিবেশনায় বিকাল ৪টায় অনষ্ঠিত হবে গানের আসর। শিল্পকলা একাডেমি (নতুন ভবনে) যাত্রাপালা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

১৫ এপ্রিল ২ বৈশাখ নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে লাঠিখেলা সকাল ১১টায়, গ্রামীণ খেলাধুলা সকাল সাড়ে ১১টায়, শিল্পকলা একাডেমির পরিবেশনায় বিকাল সাড়ে ৩টায়, বাঁধনহারার পরিবেশনায় বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নরসিংদী শিল্পকলা একাডেমি (নতুন ভবনে) সন্ধ্যায় যাত্রাপালাও অনুষ্ঠিত হবে।

নরসিংদীর সবকটি উপজেলায় পৃথকভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হবে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :